1. rashidarita21@gmail.com : bastobchitro :
প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইলেন মেয়র আতিক | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইলেন মেয়র আতিক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে নগরবাসীর জন্য কালশী ফ্লাইওভার ও ৬ লেনের সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে গান গেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রথমেই কালশী ফ্লাইওভার ও ৬ লেনের সড়কের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

পরে মঞ্চে আসন গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা। এ সময় বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন মেয়র আতিক। গানের কথাগুলো ছিল, ‘১৬ কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা…।’

গান শুনে মঞ্চে বসে হাসতে দেখা যায় শেখ হাসিনাকে। এরপর বালুর মাঠে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর ৬ লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারপ্রধান।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক ৬ লেনে প্রশস্ত হওয়াকে মিরপুরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন বাসিন্দারা। অনুষ্ঠানে যোগ দিতে আসা উচ্ছ্বসিত সাধারণ মানুষের আশা, এর ফলে আরও সহজ হবে যাতায়াত ব্যবস্থা।

মিরপুরের থেকে বিমানবন্দর, উত্তরা, বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম হবে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিরপুর থেকে যাওয়া যাবে বিমানবন্দর।

কর্তৃপক্ষ বলছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই ফ্লাইওভার তৈরি করবে মিরপুরের নতুন গেটওয়ে। কেবল এই ফ্লাইওভারই নয়, এর সঙ্গে নিচের প্রায় ৪ কিলোমিটার সড়ক, নতুন ফুটওভারব্রিজ আর ফুটপাত সব মিলিয়ে এই অঞ্চলের যোগাযোগে খুলছে নতুন দিগন্ত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি