শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার জাকির হোসেন জানান, চোর চক্রটি গত দুমাসে প্রায় ৪৫টি মোটরসাইকেল বিভিন্ন কৌশলে ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ চক্রটি একাধিক সময়ে রাজধানী থেকে মোটরসাইকেল চালকদের ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় নিয়ে আসত। পথিমধ্যে আলাপচারিতায় ভাব জমিয়ে ফেলতেন। পরে একপর্যায়ে কৌশলে মোটরসাইকেলটি ছিনতাই করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি গ্যারেজে জমা রেখে সেখান থেকে বিক্রয় করত।