শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভোলায় যে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেটির সম্ভাব্যতা যাচাই করা হবে। গ্যাস তো অফুরন্ত নয়। সব সেক্টর যাতে স্থায়ীভাবে লাভবান হতে পারে, সে ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে কীভাবে বড় বড় শিল্প-কলকারখানা ও ক্ষুদ্রশিল্প গড়ে তোলা যায় সেটি পরীক্ষা করা হচ্ছে। এর পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালীর বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, দেশে অভ্যন্তরীণ টুরিজমও তৈরি হয়েছে। মানুষ এখন আর বাইরে যেতে চায় না। এখন মানুষ সময় পেলে দেশের বিভিন্ন টুরিজম স্পট ভ্রমণে বের হয়। এর প্রধান কারণ, বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে মানুষ সুযোগ পেলে ভ্রমণে বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ এমপি, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা, সংরক্ষিত মহিলা আসন-৩১৯-এর সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।