মাগুরায় চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিনাথপুর এলাকায় একটি দোকানে ডাকাতির চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- লক্ষ্মীপুর জেলার নুরুল্লাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মাসুম রানা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোহনিয়া মিয়ার ছেলে সাদিকুল ইসলাম।
মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করছিল একটি চক্র। শুক্রবার রাত ৩টার দিকে দলটি ঢাকা খুলনা মহাসড়কের কাশিনাথপুর এলাকায় একটি দোকানের সাটার ভেঙে ডাকাতের চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চায়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করে ডাকাত দলের সদস্য মাসুম রানা ও সাদিকুল ইসলামকে গ্রেফতার করে।
ওসি মোস্তাফিজুর জানান, ডাকাতের সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় চক্রের বাকি তিন সদস্য পালিয়ে যায়। সারাদিন ডাকাতদের নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।
তিনি বলেন, ‘ডাকাতদের বিরুদ্ধে ঢাকা গোপালগঞ্জ গাজিপুরসহ বিভিন্ন জেলায় ডাকাতির মামলা রয়েছে।