বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক )এর উদ্যোগে -অতিরিক্ত আইজি সাহাবুদ্দিন খানের সহধর্মিনী -আফরোজা পারভীন কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষ্যে- ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার সহধর্মিনী দিলরুবা আলমের সভাপতিত্বে- যুগ্মসাধারণ সম্পাদিকা (পুনাক) এর আফরোজা পারভীনকে কুষ্টিয়ায় আগমন উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -যুগ্ম সাধারণ সম্পাদিকা( পুনাক) আফরোজা পারভীন। ইন্সপেক্টর সৈয়দা রেশমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে- অতিথিবৃন্দ হিসাবে আসন গ্রহণ করেন- কবি ও লেখক এবং কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি- আলম আরা জুঁই, সাবেক চেয়ারম্যান হরিপুর ইউনিয়ন পরিষদ শম্পা মাহমুদ এবং কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মালিয়া আফরোজ। সভাপতি, প্রধান অতিথিকে ফুল দিয়ে এবং উত্তরীয় পরিধান করিয়ে বরণ করে নেন। কোরআন তেলাওয়াত ও অতিথিবৃন্দের বক্তৃতা শেষে যুগ্ম সাধারণ সম্পাদিকা আফরোজা পারভীন কে সম্মাননা স্মারক প্রদান করেন পূনাক সভাপতি দিলরুবা আলম। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক )সভাপতি দিলরুবা আলম কুষ্টিয়াতে অনেক উদ্যোগ নিয়েছেন- অসহায়, দরিদ্র বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর এবং প্রতিবন্ধী বাচ্চাদের জন্য তার অনেক অবদান রেখেছেন।
এ অনুষ্ঠানে -সাধারণ সম্পাদিকা আফরোজা পারভীন কর্তৃক কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের জন্য ছয়টি টেবিল, শিক্ষা উপকরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর স্কুলের শিক্ষকদ্বয়, কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলের শিক্ষিকা বৃন্দ এবং বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে -যুগ্ম সাধারণ সম্পাদিকা আফরোজা পারভীন কুষ্টিয়া পুলিশ লাইন্স চত্বরে ফলজ গাছ লাগান।