1. rashidarita21@gmail.com : bastobchitro :
অনুমোদনহীন ওষুধ কারখানায় অভিযান | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

অনুমোদনহীন ওষুধ কারখানায় অভিযান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

গাইবান্ধা সদরে অনুমোদনহীন একটি গবাদিপশুর ওষুধ কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ওষুধ তৈরির ল্যাবসহ বিপুল পরিমাণ ওষুধ। খবর পেয়ে মালিক পালিয়ে গেলেও আটক করা হয়েছে দুজনকে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গাইবান্ধা পৌর এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে শাপলা মিল এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা প্রাণিসম্পদ অফিস, বিএসটিআই, ওষুধ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অনুমোদনহীন এসএ অ্যাগ্রোভেট কারখানায় অভিযান পরিচালনা করেন।

এ সময় কারখানার থেকে গরু মোটাতাজাকরণ ও বিভিন্ন রোগের বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে ওই বাড়িটি ভাড়া নিয়ে ওষুধ তৈরির কারবার করে আসছিল পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার আসাদুজ্জামান। কিন্তু কারখানাটি সব সময় বাইরে থেকে বন্ধ থাকায় সেখানে কী তৈরি হতো, তা জানতো না কেউ।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, কারখানাটির কোনো অনুমোদন ছিল না। দীর্ঘদিন ধরে এখানে ওষুধ উৎপাদন করে জেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিল ওই প্রতিষ্ঠানটি। অনুমোদনহীন হওয়ায় কারখানাটি সিলগালা করা হয়েছে এবং নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি