বিবিসিএফ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো ২১ জানুয়ারী ২০২৩, শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে ।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সভাপতি ড. এস. এম. ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন, এমপি। এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্সেস ফ্যাকাল্টির ডিন ও বিবিসিএফ এর সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, কুষ্টিয়া পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র জনাব মোঃ আনোয়ার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন উইনিটের পরিচালক জনাব মোঃ ছানাউল্লা পাটোয়ারী, যশোর সামজিক বন সার্কেলের বন সংরক্ষক জনাব এ এস এম জহির উদ্দিন আকন,বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেলের ইমরান আহমদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দেশের জীববৈচিত্র্য সংরক্ষনের লক্ষ্যে ২০০ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ ও সমবেত প্রায় দেড় হাজার তরুণ স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে অতিমূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য অবসর গ্রহণকারী ম›ত্রীপরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব কবীর বিন আনোয়ার।
ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ ও জীববিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় আসফিয়া আক্তার বৃষ্টি এর সঞ্চালনায় তরুণ প্রকৃতি যোদ্ধা ও বিশিষ্ঠ সাংবাদিক নাব্বির আল নাফিজ এর ব্যবস্থাপনায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ঠ জীববৈচিত্র্য গবেষক, বরেন্য শিক্ষাবিদ, বিজ্ঞানী ও রাজশাহী বিশববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সদ্যবিদায়ী চেয়ারম্যান, প্রফেসর ড. বিধান চন্দ্র দাস।
বিবিসিএফ এর লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপন্থা সম্পর্কে বিশদ বক্তব্য তুলে ধরেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা ড. মোল্যা রেজাউল করিম, পরিচালক, ফরেস্ট একাডেমি, চট্টগ্রাম। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে কুষ্ঠিয়ায় স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন বিবিসিএফ এর সহ-সভাপতি, মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার সভাপতি ও সম্মেলন আয়োজন কমিটির আহবায়ক জনাব মোঃ শাহাবুদ্দিন মিলন এবং বিবিসিএফ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি ও সম্মেলন আয়োজন কমিটির সহ-আহবায়ক জনাব এস আই সোহেল।
বাৎসরিক প্রতিবেদন পেশ করেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (ইইঈঋ) এর জাতীয় সম্মেলনে আগামী ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন বিবিসিএফ এর প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যাপক মোঃ টিপু সুলতান। সম্মেলনের দেশের জীববৈচিত্র্য সংরক্ষনের কাজে নিবেদিত ৪ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ৮ জন ব্যক্তির মাঝে বিবিসিএফ এওয়ার্ড, ২০২২ এবং ২৭ জন ব্যক্তিকে বিবিসিএফ বিশেষ সম্মাননা স্মারক, ২০২২ তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। সম্মেলনে বক্তাগন আলোকপাত করেন যে, বাংলাদেশ ”ইন্দো-বার্মা জীববৈচিত্র্য হটস্পট” এর মধ্যে অন্তর্ভুক্ত, ফলে এখানকার জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ।
প্রায় ৭০০০ এনডেমিক প্রজাতির উদ্ভিদের সমারোহ এই হটস্পটটিতে দেখা যায়। প্রায় ৫৭০০ প্রজাতির এনজিওর্স্পাম, ১৭০০ টেরিডোফাইট, ৩ প্রজাতির জিমনোস্পার্ম-এর উপস্থিতি বাংলাদেশ থেকে সনাক্ত করা হয়েছে। আমাদের প্রানীিৈবচিত্র্য খুবই সমৃদ্ধ। ১১৩ প্রজাতির স্তন্যপায়ী, ৬৫০ প্রজাতিরও অধিক পাখি, ১৫৪ প্রজাতির সরীসৃপ, ৩৪ প্রজাতির উভচর, ৭০৮ প্রজাতির স্বাদু ও সামুদ্রিক পানির মাছ, ২৪৯৩ প্রজাতির ইনসেক্ট, ১৯ প্রজাতির মাইট, ১৬৪ প্রজাতির সামুদ্রিক আগাছাসহ আরও অনেক প্রজাতির জীবের আবাসস্থল আমাদের এই দেশ। মানুষের অসচেতনতা ও প্রাত্যহিক কর্মকান্ডে প্রকৃতিতে বিদ্যমান জীববৈচিত্র্য বা ইকোসিস্টেমের মহামূল্যবান কম্পোনেন্ট সমুহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় অহরহ। আবাসস্থল ধ্বংসের ফলে বহু প্রজাতির বন্যপ্রাণী বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে গেছে আরো অসংখ্য প্রজাতি বাংলাদেশ থেকে বিলুপ্তির প্রহর গুনছে।
প্রাকৃতিক ইকোসিস্টেমের এসকল গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তথা বিদ্যমান জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য তাই প্রয়োজনীয়তা অনুভূত হয় জীববৈচিত্র্যের আবাসস্থল ও প্রজননক্ষেত্র সংরক্ষনকারী এহেন বাস্তবতায় দেশের আনাচে কানাচে বিদ্যমান জীববৈচিত্র্য সংরক্ষনের মাধ্যমে পরিবেশ ও ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখা।দেশব্যাপী ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে একত্রিত করে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইইঈঋ এখন ২০০ শতাধিক সংগঠনের ২৫০০ কর্মী ও ১২০০০ স্বেচ্ছাসেরীর এক সুবৃহৎ পরিবার যারা এদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষনের অভিযাত্রাকে আরো বেগবান করবে যা অনাগত প্রজম্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী বিনির্মানের পথকে সুনিশ্চিত করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
এবারে বিবিসিএফ থেকে প্রতিনিধি পদ পরিবর্তন করা হলো ।। নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে সভাপতিঃ মোঃ জিয়াউর রহমান সাধারণ সম্পাদকঃএসআই সোহেল সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আশরাফ রহমান। অনুষ্ঠানের ২য় পর্বে লালণ সংগীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।