প্রতিটি জেলা শহরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুদিন ব্যাপী সাহিত্য মেলা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে । ১৩ ও ১৪জানুয়ারী দুদিন ব্যাপী সাহিত্য মেলা- সম্পন্ন হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সমাপ্তিতে উপস্থিত ছিলেন উপ-সচিব রাজিব কুমার বিশ্বাস, বাংলা একাডেমীর সমন্বয়ে উপ-পরিচালক ডক্টর সাইমন জাকারিয়া উপস্থিত ছিলেন। ১৪ই জানুয়ারি সমাপনীতে কুষ্টিয়া শহরের বিভিন্ন উপজেলা থেকে আসা কুষ্টিয়া সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সাহিত্যিকদের মিলনমেলা ঘটেছিল।
৩ মিনিট সময়ের মধ্যে আবৃত্তি ছোটগল্পও পুঁথি পাঠ করা হয়। সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী কবি ও লেখক আলম আরা জুঁই , খলিলুর রহমান মজু, শিক্ষিকা হাসিনা খাতুন, অধ্যাপিকা দিলশাদ বেগম , কনক চৌধুরী, রেজাউল করিম মিন্টু,সুফিয়া ওয়াজেদ, ফিরোজা খানম পান্না, কবি আখতারুজ্জামান চিরু হাসান টুটুল, শাহিদা পারভীন রেখা,লিটন আব্বাস,এস এম, রুশদী,পুঁথি পাঠ করেন মুজিবর কাঙাল সহস্রাধিক গুণী কবি তাদের রচিত কবিতা পাঠ করেন। দ্বিতীয় দিনে স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ , সাহিত্যিকদের ছোটগল্প ও উপন্যাস থেকে পাঠ করা হয়।
শেষে বিকেল পাঁচটায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও ডি ডি এল জি আরিফুজ্জামান এর উপস্থিতিতে কুষ্টিয়া লালন একাডেমীর শিল্পী বৃন্দ গান পরিবেশন করেন এবং প্রশাসনের সমস্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শিল্পীদের নিয়ে ফটো সেশন করেন এবং জেলা প্রশাসক সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে জেলা সাহিত্য মেলা- ২০২২ এর সমাপ্তি ঘোষণা করেন।