1. rashidarita21@gmail.com : bastobchitro :
নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত চলবে টিসিবির বিক্রি | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত চলবে টিসিবির বিক্রি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে যেতে সরকারে বড় পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। দেশের বাজারে নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত আমরা টিসিবির বিক্রি কার্যক্রম চালিয়ে যাব।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে (নির্বাচন ভবনের পেছনের বড় রাস্তা) টিসিবির ভর্তুকিমূল্যে চলতি মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করার সময়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, টিসিবির বিক্রি কার্যক্রম চালিয়ে যেতে বড় পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। নিত্যপণের দাম না কমা পর্যন্ত আমরা টিসিবির সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চালিয়ে যাব।

টিপু মুনশি বলেন, বিগত এক বছরে টিসিবি পণ্যে বিতরণের জন্য সরকার ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

নিত্যপণ্যের ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয় বলে জানান তিনি।

ফ্যামিলি কার্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন আমরা দ্রুত ডিজিটালাইজড করে ফেলব।

সোমবার (৯ জানুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেয়ার লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারাদেশে জানুয়ারি মাসের বিক্রয় কার্যক্রম ১০ জানুয়ারি থেকে শুরু করছে।

প্রতিবার একটি ফ্যামিলি কার্ডের বিপরীতে এক দফায় ৬০ টাকা দরে এক কেজি চিনি এবং ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন নিম্নআয়ের ভোক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি