1. rashidarita21@gmail.com : bastobchitro :
ভয়ংকর মাদক কেটামিনে বুঁদ অভিজাত তরুণ-তরুণীরা | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

ভয়ংকর মাদক কেটামিনে বুঁদ অভিজাত তরুণ-তরুণীরা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

কেটামিন ইনজেকশন। অস্ত্রোপচারের আগে রোগীদের যে চেতনানাশক ওষুধ দেয়া হয়। এটির সঙ্গে বিশেষ রাসায়নিক মিশিয়ে ভয়ংকর মাদক কেটামিন তৈরি করতেন সৈয়দ নওশাদ (৩৮)। ঢাকার অভিজাত এলাকার বিভিন্ন পার্টিতে যাওয়া তরুণ-তরুণীদের হাতে পৌঁছে দিতেন এই মাদক।

সম্প্রতি সৈয়দ নওশাদকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) বলছে, এক দশকের বেশি সময় ধরে  নিজের বাসায় তৈরি করা মাদকটি কোকেন নাম দিয়ে সরবরাহ করে আসছিলেন নওশাদ। ঢাকার অভিজাত এলাকার বিভিন্ন পার্টিতে অংশ নেয়া তরুণ–তরুণীরাই মূলত এই মাদকের ক্রেতা। সেবনকারীরা মাদকটি হাতে পেতেন গুঁড়া হিসেবে।

অধিদফতর জানায়, উচ্চমাধ্যমিক পাস করার পর নওশাদ উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান। তরল কেটামিনকে পাউডারে পরিণত করার কৌশল মালয়েশিয়াতেই রপ্ত করেন। লেখাপড়া শেষ না করেই ২০০৩ সালে দেশে ফিরে আসেন। দেশে এসে বাড়িতেই করেন কিচেন ল্যাব। যেখানে কেটামিন ইনজেকশনের সঙ্গে বিশেষ রাসায়নিক মিশিয়ে তৈরি করতেন মাদক।

কেটামিন ইনজেকশনের সঙ্গে বিশেষ রাসায়নিকের মিশ্রণ।পরে তা ওভেনে নিয়ন্ত্রিত তাপমাত্রায় গরম করলে পরিণত হয় পাউডারে। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এই পাউডার। এই মাদকটিকে রেইপ বা পার্টি ড্রাগ, এমনটাই বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ব্যবস্থাপত্র ছাড়া বিক্রির সুযোগ না থাকলেও  কিছু অসাধু ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে কেটামিন সংগ্রহ করতেন নওশাদ বলেও জানায় ডিএনসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি