1. rashidarita21@gmail.com : bastobchitro :
নেতাকর্মীদের মুক্তির জন্য আন্দোলন গড়ে তুলতে হবে: গয়েশ্বর | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

নেতাকর্মীদের মুক্তির জন্য আন্দোলন গড়ে তুলতে হবে: গয়েশ্বর

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিচারব্যবস্থা নিয়ন্ত্রিত বলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই। সরকারের কথামতো আদালতে আদেশ হয়; আদালত স্বাধীন নয়। সরকার যা বলে তাই হয়। সেখানে নেতাকর্মীদের মুক্তি দাবি করে লাভ নেই; তাদের মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন করে দলটি।

গয়েশ্বর বলেন, বিএনপি জোর করে সরকারকে ক্ষমতা থেকে নামাতে চায় না, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। এর জন্য শেখ হাসিনা বাধা; তাই প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের শুনানি দুপুরে, আদালতের রায় ভালো কিছু আশা করি না। সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন গড়ে তুলতে পারলে দাবি আদায় সম্ভব।
এদিকে মানববন্ধনে বিএনপির নেতারা বলেন, মিথ্যা মামলায় দলের সিনিয়র নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাবন্দি করে রেখেছে সরকার। অনতিবিলম্বে দলীয় নেতাদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

নেতারা অভিযোগ করেন, আবারও একতরফা নির্বাচনের জন্য বিরোধী মত দমনে ক্ষমতাসীনরা চক্রান্ত করছে। এ সময় যুগপৎ আন্দোলনের জন্য সকল দলমতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় মামলায় করা হয়। পরদিন ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর পুলিশ তাদের আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার বিএনপি নেতাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

এর আগে জামিন চেয়ে বিচারিক আদালতে চারবার আবেদন করেছিলেন বিএনপির এ দুই শীর্ষ নেতা। চারবারই সে আবেদন খারিজ হয়ে যায়। সবশেষ সোমবার (২ জানুয়ারি) হাইকোর্টে জামিন আবেদন করলে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে শুনানি হওয়ার কথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি