1. rashidarita21@gmail.com : bastobchitro :
জ্যেষ্ঠ সাংবাদিক মাইন উদ্দিন আহমদ মারা গেছেন | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

জ্যেষ্ঠ সাংবাদিক মাইন উদ্দিন আহমদ মারা গেছেন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য মাইন উদ্দিন আহমদ মারা গেছেন।

সোমবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে (হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে স্থানীয় সময় ২৭ ডিসেম্বর রাতে নিউইয়র্কের ওজনপার্কে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে জামাইকা মেডিক্যাল সেন্টারের (হাসপাতাল) জরুরি বিভাগে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি।

মাইন উদ্দিন আহমদের ছেলে রিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক চেকআপে বাবার কিডনিতে টিউমার ধরা পড়েছিল। চিকিৎসরা ক্যানসারের সম্ভাব্যতা যাচাই করছিলেন। পাশাপাশি সার্জারির পরিকল্পনা করা হচ্ছিল। সার্জারির পর বায়োপসির মাধ্যমে ক্যানসার বিষয়ক সন্দেহ দূর হবে এবং সে অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করছিলেন চিকিৎসকরা।’

মাইন উদ্দিন আহমদ দীর্ঘ পেশাগত জীবনে ইংরেজি সাংবাদিকতায় দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখেন। সবশেষ তার কর্মস্থল ছিল ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডিপেন্ডেন্ট। পত্রিকাটি থেকে তিনি একাধিকবার বিএফইউজের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, মাইন উদ্দিন আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

জ্যেষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, ‘তিনি (মাইন উদ্দিন আহমদ) মুক্তমনা, একজন কবি, সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন। তাকে আল্লাহ বেহেস্ত নসীব করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি