1. rashidarita21@gmail.com : bastobchitro :
জ্বালানি তেলের দাম কমার বিষয়ে যা বলছে বিপিসি | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম কমার বিষয়ে যা বলছে বিপিসি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

সহসাই জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলছে না। কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির এখনো মাসে ৪৪ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে।

সম্প্রতি এ কথা জানান বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, অন্যসব জ্বালানি তেল বিক্রি করে লাভ হলেও ডিজেলে লোকসানের কারণে প্রতি মাসে ৪৪ কোটি টাকা ক্ষতি হচ্ছে।

এক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে দাম কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি এটাই বলতে পারি যে সরকার সব সময় ভালো সিদ্ধান্তই নেয়।

এ বি এম আজাদ বলেন, আমি যদি গড়ে পুরো মাসের হিসাব করি, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও ২ থেকে ৩ ডলার কমলে আমরা ব্রেক ইভেন্ট পয়েন্টে আসতে পারব। তারপরে না হয় লাভ হওয়ার প্রশ্ন আসবে। ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আমাদের প্রায় ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হয়েছে। নভেম্বর মাসে আমাদের গড় লোকসান ৪৩ থেকে ৪৪ কোটি টাকা।

এদিকে প্রতি তিন মাস পরপর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিকল্পনা এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানান বিপিসি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। কারণ প্রত্যেক কাজের ক্ষেত্রে দুই দিকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়।

অর্থবছরে ৮ হাজার কোটি টাকা লোকসানের যুক্তি দিয়ে চলতি বছরের আগস্টে জ্বালানি তেলের দাম রেকর্ড ৫২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

যদিও ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানির দামে যে তেজি ভাব ছিল, সেটি এখন অনেকটাই কমে এসেছে। যুদ্ধের প্রভাবে মার্চ থেকে জুলাই পর্যন্ত ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম শত ডলারের বেশি ছিল। যা কখনো কখনো ১২০ ডলারও ছাড়িয়ে যায়। যদিও এখন সেটি ৭০ থেকে ৮০ ডলারের ঘরে অবস্থান করছে।

বিশ্ববাজারে ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য বিক্রি হওয়া ব্রেন্ট ক্রুডের দাম বুধবার (২৮ ডিসেম্বর) ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪২ ডলার ছিল। আর ইউএস ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬৩ ডলার।

ফলে স্বভাবতই জল্পনা দেশের বাজারে জ্বালানি তেলের এ আকাশচুম্বী দাম আবারো কমবে কি না।

গত ৫ আগস্ট জ্বালানি তেলভেদে প্রতি লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা দাম বাড়ায় সরকার। যার ২৪ দিনের মাথায় সেটি ৫ টাকা করে কমানো হয়। এখন গ্রাহককে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ১০৯ টাকা, পেট্রোলের ১২৫ ও অকটেনে ১৩০ টাকা গুনতে হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি