1. rashidarita21@gmail.com : bastobchitro :
দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

কনকনে বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তীব্র শীতে দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষজন। এদিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা থাকায় বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

মাড়েয়া ইউনিয়নের শাজাহান সময় সংবাদকে বলেন, পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বেড়ে চলেছে। তীব্র শীতের কারণে রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হচ্ছে।

শ্রমিক আমেনা বলেন, এবার অনেব বেশি ঠান্ডা পড়েছে। শীতবস্ত্রের অভাবে কাজ করতে খুব কষ্ট হয়। পরিবারের সদস্যদের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য এই শীত উপেক্ষা করে কাজ করতে হচ্ছে।

শহরের ইজিবাইক চালক অপু বলেন, ভোর থেকে ঘন কুয়াশা থাকায় যাত্রীরা বাড়ি থেকে বের হচ্ছেন কম। এতে আমরা ভাড়াও পাচ্ছি না। আমাদের আয়ও কমেছে।

তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে বলেন, ‘তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি