জয়পুরহাটে র্যাবের বিশেষ অভিযানে জনাব আলী (৩৭) নামে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার এক আসামি গ্রেফতার হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ী ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার জনাব আলী কালাই উপজেলার বিয়ালা গ্রামের জাইবর আলীর ছেলে।
র্যাব জানায়, গত ২০১৮ সালের ১৯ ডিসেম্বর জয়পুরহাট পৌরসভার মারোয়াড়ী পট্টিতে কিষন রুংটা নামে এক নারী তার নিজ বাড়িতে খুন হন। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ি থেকে নগদ অর্থ ও সোনা বাবদ প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে বিপিন রুংটা ২২ ডিসেম্বর বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্তু আড়াই বছরেও মামলার রহস্য উদ্ঘাটন করতে না পারায় আদালত মামলাটি জয়পুরহাট অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করে। এরপর সিআইডি জয়পুরহাট র্যাব ক্যাম্পের কাছে আসামি গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা চায়।
পরবর্তীতে র্যাব-৫ এর একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ী ঘাট এলাকা থেকে জনাব আলীকে গ্রেফতার করে। এদিন রাতেই আসামিকে সিআইডি কার্যালয়ে হস্তান্তর করেছে র্যাব।
এ জাতীয় আরো খবর..