1. rashidarita21@gmail.com : bastobchitro :
খুলনায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ৭ | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

খুলনায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ৭

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

বেকার তরুণ-তরুণীদের চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে খুলনার একটি প্রতারক চক্র। গোপন তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের মূল হোতা তানভীরসহ সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা হাফিজনগর এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় র‍্যাব-৬-এর সদর দফতর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্পেশাল কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসেন এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, দীর্ঘ এক বছর খুলনায় অগ্নি সিকিউরিটি সার্ভিস নামে একটি প্রতারক চক্র সোশ্যাল মিডিয়ায় চাকরির চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। শনিবার গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‍্যাব জানতে পারে প্রতারক চক্রটি বেশ কিছু তরুণ-তরুণীকে তাদের অফিসে আটকে রেখে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করছে। রাত ৮টায় র‍্যাবের একটি আভিযানিক দল নগরীর সোনাডাঙ্গা হাফিজনগর এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় তাদের কাছ থেকে শতাধিক নিয়োগ ফরম, মোবাইল, ল্যাপটপ, স্বর্ণের চেইন, আংটি নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের নগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি