২০২২-২৩ অর্থ বছরের কেরু অ্যান্ড কোম্পানির আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। আখ মাড়াই ও চিনি উৎপাদন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেইন কেরিয়ারে আখ ফেলা হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের আয়োজনে কেইন কেরিয়ার প্রাঙ্গণে এ মৌসুমের উদ্বোধন করা হয়।
কেরু অ্যান্ড কোম্পানির মাড়াই চলবে ৫৩ কার্যদিবস। আখ মাড়াই হবে ৬২ হাজার মেট্রিক টন। চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। ৩৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৪ হাজার ২৩০ একর জমিতে আখ চাষ হয়েছে। কৃষকদের কাছ থেকে ১৮০ মণ আখ কেনা হচ্ছে।
আখ মাড়াই ও চিনি উৎপাদনের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান আপু। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরুর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক নেতা ও আখ চাষিরা।