আজ ৯ ডিসেম্বর। কুষ্টিয়ার কুমারখালী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে শহরের স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, থানার ওসি মো. মোহসীন হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী ও কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফ হোসেন।
উল্লেখ্য, উপজেলা ধলনগর, করিমপুর, প্রতাপপুর, কুসলীবাসা, বিল বরইচারা, ডাঁসা, ঘাঁসখাল, বংশীতলা, নন্দনালপুরের হাতিসাঁকো রেললাইন, কুমারখালী শহরসহ ১০টি স্থানে প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে এই দিনে কুমারখালী পাক হানাদার মুক্ত হয়েছিল। উড়েছিল স্বাধীন দেশের লাল সবুজের পতাকা। এসব যুদ্ধে গেজেটভুক্ত ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং শতশত নারী-পুরুষ শহীদ হন। নিহত হয় কয়েকশ’ পাকিস্তানি সৈন্য।
এ জাতীয় আরো খবর..