নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে যশোর মুক্ত দিবস। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় টাউন হল ময়দানে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।
এরপর দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সাড়ে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়।
র্যালিতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনসহ মুক্তিযোদ্বা নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়।
এরপর ম্যুরালে কবুতর ও পায়রা উড়িয়ে দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া আজ দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে।
এ জাতীয় আরো খবর..