1. rashidarita21@gmail.com : bastobchitro :
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ হওয়া সলিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঢাকাইয়া পাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে সকালে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে বোরো ধান রোপণ করতে যায় ওই ব্যক্তি। ধানের চারা রোপণ শেষ হলে নদীর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে বাড়ির দিকে রওনা হন। কিন্তু পূর্ব পাড়ে আসার কোনো নৌকা না পেয়ে নদীতে সাঁতার দেন। পরে মাঝখানে এসে ডুবে যায় সলিম উদ্দিন নামের ওই ব্যক্তি। পরে রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে রাজীবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হানিফ জানান, খবর পেয়ে আমরা দ্রুত স্পটে যাই। কিন্তু আমাদের স্টেশনে ডুবুরি না থাকায় আমরা জামালপুরের ইউনিটের সহায়তা চাই। পরে জামালপুর ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট আসে। দুইটি ইউনিটের চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। 

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি ইউনিট লিডার শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে জামালপুর থেকে রওনা দেই। রাস্তা খারাপ থাকায় আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। কিন্তু আমরা এসে উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণ পরেই তার মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি