1. rashidarita21@gmail.com : bastobchitro :
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত।

সকাল থেকে সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি রয়েছে।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হয়ে যাওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোটগ্রহণ হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে মাসুদুর রহমান শিপন ও ৯নং ওয়ার্ডে মহি উদ্দিন নির্বাচিত হয়েছেন। জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় মোট সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪২জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে এক হাজার ৩০৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি