1. rashidarita21@gmail.com : bastobchitro :
গ্রেনেড হামলার পলাতক দুই আসামিকে ফেরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

গ্রেনেড হামলার পলাতক দুই আসামিকে ফেরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

দক্ষিণ আফ্রিকায় পলাতক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরাতে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে একথা আহবান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রাজধানীতে আয়োজিত দুই দিনব্যাপী (২২-২৪ নভেম্বর) ভারত মহাসাগরীয় জোট ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশনের সম্মেলনে অংশ নিচ্ছেন ১৬টি দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৭টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা। মূল সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে এদিন দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী চলে বৈঠক। যেখানে মূল ফোকাস ছিলো দক্ষিণ আফ্রিকায় পলাতক ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম দুই আসামি ফেরত আনা। দুই আসামি মাওলানা তাজুল ইসলাম ও তার ভাই রাতুল বাবুকে ফিরিয়ে আনতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাছে আহবান জানিয়েছে বাংলাদেশ।

শাহরিয়ার আলম বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দুই আসামি সেখানে (দক্ষিণ আফ্রিকা) আছেন বলে আমরা জানি। একজনের অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত। তাকে ফেরাতে আলোচনা হয়েছে এবং তাদের ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে সহযোগিতা পাব বলে আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এ সময় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোসহ আলোচনা হয় দ্বিপক্ষীয় নানা ইস্যুতে। দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় দুদেশ; যেখানে প্রাধান্য পাবে কয়লা ও হাইড্রো পাওয়ার।

মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলার সংগ্রামের মাঝে দুই দেশের ইতিহাসের মিল রয়েছে উল্লেখ করে বিভিন্ন বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি