1. rashidarita21@gmail.com : bastobchitro :
নারায়ণগঞ্জে ২১ মামলার আসামি গ্রেফতার | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ২১ মামলার আসামি গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লার র্শীষ সন্ত্রাসী, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাংয়ের মূল হোতা রাজু বাহিনীর প্রধান রাজু ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ নভেম্বর) রাতে সদর উপজেলার ফতুল্লা থানা দাপা ইদ্রাকপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপাার আমীর খসরু।

তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী রাজু ও তার বাহিনী ফতুল্লার বাঁশমুলি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে দীর্ঘদিন যাবত নানা ধরনের অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এ ছাড়া বিশাল কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করত সে। ওই এলাকায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু হলে বা ভবন নির্মাণ করতে হলে রাজুকে চাঁদা দিতে হতো। সম্প্রতি এক ঝুট ব্যবসায়ীকে রাস্তায় আটকে প্রকাশ্যে পিটিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের টনক নড়ে। তার সম্পর্কে তথ্য সংগ্রহসহ গোয়েন্দা নজরদারি শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে দাপা ইদ্রাকপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় সহযোগী শুভসহ রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বেশ কয়েকটি ধারালো অস্ত্র।

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু আরও জানান, শীর্ষ সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক, মাদক ও অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে। এ ছাড়া তার সহযোগী শুভর বিরুদ্ধে রয়েছে সাতটি মামলা।

গ্রেফতারের পর রাজু ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি