1. rashidarita21@gmail.com : bastobchitro :
কমেছে সবজির দাম, স্বস্তিতে ভোক্তারা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

কমেছে সবজির দাম, স্বস্তিতে ভোক্তারা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

মানিকগঞ্জের আড়তগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পাশাপাশি দাম কমায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ভোক্তারা।

রোববার (২০ নভেম্বর) ভোরে মানিকগঞ্জ সদরের জাগীর বন্দর সবজির আড়তে সরেজমিন দেখা গেছে, সবজিতে সয়লাব। পাওয়া যাচ্ছে কচি লাউ, শিম, আগাম জাতের বাঁধাকপি, ফুলকপিসহ শীতকালীন নানান সবজি। তবে বেশির ভাগ সবজি অবিক্রীতই থেকে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন সবজি নিয়ে আড়তে আসা কৃষকরা।

সপ্তাহ ব্যবধানে সবজিভেদে পাইকারি বাজারে দর কমেছে ৫ থেকে ১০ টাকা। শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি, মূলা কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা, বেগুন ১০ থেকে ১৫ টাকা, মুড়িকাটা পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা, লাউ প্রতিপিস ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি প্রতিপিস ১৮ থেকে ২০ টাকা, ফুলকপি প্রতিপিস ২০ থেকে ২২ টাকা, কাঁচা মরিচ প্রতিপিস ১৮ থেকে ২০ টাকা, পেঁয়াজ প্রতিকেজি ৩২ থেকে ৩৩ টাকা, রসুন প্রতিকেজি ৪২ থেকে ৪৭ টাকা, করলা প্রতিকেজি ৫০ থেকে ৫৫ টাকা।
জাগীর বন্দর সবজির আড়তের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লাভলু জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত এই আড়তে দূর-দূরান্ত থেকে সহস্রাধিক পাইকার আসেন। এখানে প্রতিদিন কোটি টাকার সবজি বেচাকেনা হয়।

অভিযোগ করে তিনি আরও জানান, মহাসড়কে সবজিবাহী যানবাহনে পুলিশের হয়রানি বন্ধ হলে আড়তে আরও বেশি কৃষক ও পাইকার আসবেন। এতে সরকারের রাজস্ব বাড়বে।

এদিকে পাইকারি বাজারে সবজির দাম কমায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। শীতের সবজি কিছুটা কম দামে কিনতে পেরে খুশি সাধারণ ভোক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি