1. rashidarita21@gmail.com : bastobchitro :
জঙ্গি হামলায় নিহত ২ বিচারককে স্মরণ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

জঙ্গি হামলায় নিহত ২ বিচারককে স্মরণ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ জগন্নাত পাঁড়ে এবং শহীদ সোহেল আহম্মেদকে স্মরণ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন।

সোমবার (১৪ নভেম্বর) এক শোকসভায় তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ঢাকা ও নারায়ণগঞ্জে কর্মরত বিচারকরা। রাজধানীর ধানমন্ডিতে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নিজস্ব ভবনের অবস্থিত একটি রেস্টুরেন্টে এ স্মরণসভার আয়োজন করা হয়।


শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের আহ্বায়ক এবং ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া।

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সদস্য সচিব ও ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মজিবুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসামছ জগলুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব ড. শেখ গোলাম মাহবুব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা জঙ্গিবাদ নির্মূল ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদের আত্মার শান্তি কামনা করেন।

বক্তারা বলেন, নিহত বিচারকদের স্মৃতি অম্লান রাখার জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবন মিলনায়তনের নাম ‘জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তন’ রাখা হয়েছে।

সব শেষে দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণসভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি