1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ার কন্ঠ -চূড়ান্ত পর্বে ছিনিয়ে আনলো বিজয় -সেরা তিন প্রতিযোগী। | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ার কন্ঠ -চূড়ান্ত পর্বে ছিনিয়ে আনলো বিজয় -সেরা তিন প্রতিযোগী।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধু স্বর্ণপদক সংগীত প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর সংগীত প্রতিযোগিতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয়ের পঞ্চাশে নতুন আশ্বাসে- এই স্লোগানে বঙ্গবন্ধু সংগীত প্রতিযোগিতায় এগারো মাস প্রতিযোগিতা শেষে সেরা দশজনের মধ্যে নির্বাচিত ৫ জন বিজয়ী সিলেক্ট করা হয়।

৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে , বি আর কেবলস ইন্ডাস্ট্রিজের সহযোগিতায়- কুষ্টিয়ার কন্ঠ চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ এবং দ্বিতীয় রানার্সআপ নির্বাচন করা হয়। রোকসানা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এম এ খালিদ, সংসদ সদস্য সেলিম আশরাফ জর্জ, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী সদর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম ,জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং বি আর কেবলস এর প্রতিনিধিবৃন্দ। কুষ্টিয়ার কন্ঠ প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন নির্বাচিত হলো কুষ্টিয়ার সন্তান আশিকুর রহমান রিয়াল, দ্বিতীয় বিজয়ী ,সানজিদা আরবি আলফি এবং তৃতীয় বিজয়ী সাদিয়া ইকবাল অরণ্য।

বিচারক মন্ডলী হিসেবে ছিলেন- কিংবদন্তি শিল্পী খুরশিদ আলম ,কিংবদন্তি শিল্পী চন্দনা মজুমদার ,চলচ্চিত্র গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি আশরাফুন নাহার দিনু ,এবং শিল্পকলা কালচারাল অফিসার সুজন রহমান। বিচারক মন্ডলীর ফলাফলের ভিত্তিতে ,সংস্কৃতি মন্ত্রী এম এ খালিদ বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং যথাক্রমে সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী , বিশিষ্ট সমাজকর্মী আলম আরা জুঁই এবং শিল্পকলার প্রতিনিধিবৃন্দ বিজয়ীদের হাতে স্বর্ণপদক তুলে দেন এবং ক্রেষ্ট প্রদান করেন।

কুষ্টিয়ার কন্ঠ থেকে তাদের প্রথম বিজয়ীকে ৫০ হাজার টাকার চেক, দ্বিতীয় বিজয়ীকে ২৫ হাজার টাকা ,তৃতীয় বিজয়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করবেন মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন। ফলাফল ঘোষণার আগে সেরা দশ বিজয়ীদের গান পরিবেশিত হয়।কিংবদন্তি শিল্পী খুরশিদ আলম ,চন্দনা মজুমদার, কালচারাল অফিসার সুজন রহমান তাদের নিজ নিজ গান পরিবেশন করেন। বিজয়ীদের চেক প্রদান ও ফটোসেশনের মাধ্যমে ‌ কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শত শত দর্শক সমাগমে অনুষ্ঠানটি জমকালো আয়োজনে সমাপ্ত ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি