1. rashidarita21@gmail.com : bastobchitro :
রাঙামাটিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

রাঙামাটিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলি বিলে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) ভোরে কাট্টলি বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


মরদেহ উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো: লিটন চাকমা ও এলিনা চাকমা।

স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে লিটন চাকমা ও ভোরে এলোমিনা চাকমার মরদেহ ভেসে উঠলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল উদ্দিন জানান, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুই শিক্ষার্থীর মরদের উদ্ধার করে তাদের খবর দেয়। পরে মরদেহ লংগদু থানায় নেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বালুবোঝাই নৌকা ও স্পিডবোট চালক দুজনে তাদের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে তা আমলে নেয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বাঘাইছড়ির সিজকমুখ থেকে আট যাত্রী নিয়ে রাঙামাটি সদর আসার পথে লংগদু উপজেলার কাট্টলি বিলের গাছা টিলা নামক স্থানে বালুভর্তি নৌকার সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে যায়। এ ঘটনায় লিটন চাকমা ও এলিনা চাকমা নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। আহত হন আরও ছয় যাত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি