কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দলের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করল পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মঙ্গলবার (১ নভেম্বর) গাজীপুর থেকে তিনজনকে আটক করা হয়। এর আগে কটিয়াদী থেকে দুই আসামিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক জোড়া সোনার দুল, দুটি সোনার বালা, একটি সোনার চেইন, তিনটি সোনার আংটি ও সোনা বিক্রির নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কটিয়াদী উপজেলার পাইকসা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫০), একই গ্রামের মোহাম্মদ আলী, সাটিয়াদী গ্রামের আব্দুল খালেকের ছেলে বাচ্চু (৪০), আবদুল কাদিরের ছেলে সুলতান (২৮) ও পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের হরিপদ সাহার ছেলে বাপন সাহা (৩৫)।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গত ২৫ অক্টোবর গভীর রাতে কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি গ্রামে ব্যবসায়ী মাসুদ রানা আকন্দের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ১৮ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় পরদিন থানায় মামলা হলে আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। এ দিন কটিয়াদী থেকে দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার (১ নভেম্বর) গাজীপুর থেকে আরও ৩ জনকে আটক করা হয়। আসামি বাপন সাহার দোকান থেকে ডাকাতির সোনা ও টাকা উদ্ধার করা হয়।
ডাকাতির ঘটনায় জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেফতার, লুট করা অবশিষ্ট টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।