সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে এ মামলা করেন বিচারপতি মানিক। মামলার বিষয়টি সময় সংবাদকে নিজেই নিশ্চিত করেছেন।
এদিন পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে হামলার শিকার হন বিচারপতি মানিক। বিএনপি-জামায়াতের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ তার।
বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ানবাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, মুখে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বললেও বিএনপি-জামায়াত সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তার গায়েও আঘাত করা হয়েছে।
এ ঘটনায় তার গানম্যান রফিক আহত হয়েছেন বলে জানা গেছে।
রফিক বলেন, ‘পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে স্যারের গাড়ির ওপর হামলা হয়। শুধু গাড়িতেই নয়, স্যারের ওপর, তার গাড়িচালক ও আমার ওপরও হামলা হয়।’