1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে রেজাউলকে কুপিয়ে হত্যার দায়ে আপন ৫ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে উজ্জ্বল, সেজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, গফুর ও জালাল। রায় ঘোষণার সময় আসামি গফুর ও জালাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামিরা পলাতক রয়েছেন। 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, রামদা দিয়ে রেজাউলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি