1. rashidarita21@gmail.com : bastobchitro :
প্রতারক চক্রটির কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার! | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

প্রতারক চক্রটির কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার!

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

প্রায় ২৬ বছর ধরে প্রতারণা চালিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রথমে চাকরির প্রলোভন, পরে ব্যবসায় বিনিয়োগের কথা বলে সম্প্রতি চক্রটি সাবেক এক আমলার কাছ থেকে হাতিয়ে নেয় ৫ লাখ টাকা।

রোববার (৩০ অক্টোবর) এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও কলাবাগানে অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা সেজে গত ৯ অক্টোবর অবসরপ্রাপ্ত এক আমলাকে ফোন দেন এক ব্যক্তি। প্রথমে চাকরিতে নিয়োগ এবং পরে ব্যবসায়িক পার্টনার বানানোর অফার দেয়। এ চক্রের প্রলোভনে পড়ে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন সাবেক ওই অতিরিক্ত সচিব। এর কয়েকদিনের মাথায় ওই চক্রটি আরও ৫০ লাখ টাকা চাইলে সন্দেহ হয় তার।

পরে ডিবি পুলিশের দ্বারস্থ হলে তাদের অভিযানে রাজধানীর মোহাম্মদপুর ও কলাবাগান থেকে চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়। সঙ্গে পাওয়া যায় প্রতারণার ২০ লাখ টাকা।

পুলিশ বলছে, সাবেক এই আমলা ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে প্রতারিত করে সাড়ে ২৭ লাখ টাকিয়ে হাতিয়েছে চক্রটি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, লেখাপড়া মেট্রিক পাস হইলেও তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ইন্ডিয়ান বস এবং তাদের এই ঢাকা শহরে পাঁচটা অফিস আছে।

ডিবি বলছে, ১৯৯৬ সাল থেকে এ রকম প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। যার অর্থে ফুলে ফেঁপে উঠেছেন চক্রের একেকজন সদস্য।

তিনি আরও বলেন, অসংখ্য মানুষ তাদের দ্বারা প্রতারিত হয়েছে এবং এই চারজনকে আমরা আগেও একবার গ্রেফতার করেছিলাম। তারা জেল থেকে বের হয়ে আবার এই ব্যবসাটা শুরু করেছে। এদের একজন ঢাকায় ৩টা বাড়ি করেছে এবং আরেকজন আছে কাদের সে এই টাকা নিয়ে বাস কিনেছে।

এই ৪ প্রতারককে রিমান্ডে নেয়ার হবে বলে জানায় পুলিশ। এছাড়া চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানায় ডিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি