বগুড়ার কাহালুতে তাজুল ইসলাম নামে এক ঝালমুড়ি বিক্রেতার ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারাজুল বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকার আবু বক্করের ছেলে।
রেল পুলিশের ধারণা, রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। কারণ সকালে ছিল বগুড়ামুখী কলেজ ট্রেন। রাতে সবশেষ রংপুর এক্সপ্রেস ঢাকায় গেছে।
পুলিশ জানায়, শ্বশুরবাড়ি তালোড়া পূর্বপাড়া গ্রামে বাড়ি করে বসবাস করলেও পৈতৃক ভিটা বানদীঘিতে যাতায়াত করতেন। শুক্রবার তার পৈতৃক ভিটা থেকে তালোড়ায় আসার কথা ছিল। কিন্তু রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তারাজুল। সকালে স্থানীয়দের খবরে তালোড়ার পাশের এলাকা কচুয়া গ্রামে তার ট্রেনে কাটা মরদেহ পাওয়া যায়।
বগুড়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ জাতীয় আরো খবর..