নীলফামারীতে পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। প্রশাসনিক হয়রানি ছাড়াও তিন চাকার যানবাহনসহ মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ৩৬ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর মোটর মালিক সমিতি।
রংপুরে বিএনপির গণসমাবেশকে ঘিরে রংপুর বিভাগীয় বাস মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকেই নীলফামারী জেলার সব রুট থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সৈয়দপুরে শত শত বাস আটকা পড়েছে। এখান থেকে কোনো রুটেই বাস চলাচল করছে না। হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
জানা যায়, মহাসড়কে নসিমন, করিমন ও ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এদিকে ধর্মঘট ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শনিবার বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক আবদুল গফুর সরকার বলেন, গণসমাবেশ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। পরিবহন বন্ধ রাখা গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ। তবে যত বাধাই আসুক আমরা সব উপেক্ষা করে রংপুর মহাসমাবেশে পৌঁছাব।