1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ার প্রানকেন্দ্র বটতৈল ইউনিয়নে বটতৈল আমেনা -রওশন জামান হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার প্রানকেন্দ্র বটতৈল ইউনিয়নে বটতৈল আমেনা -রওশন জামান হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

২০ অক্টোবর বৃহস্পতিবার বাদ জোহর দোয়া মাহফিলে জেলার বিভিন্ন প্রান্ত হতে এসেছিলেন। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট আলেম ওলামায়ে একরাম, হাফেজ, মাওলানা সহ মসজিদের খতিব ইমাম। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে দুয়া ও মাদ্রাসার শিক্ষকদের দেওয়া পুরুস্কার গ্রহণ করেন বিদায়ী হাফেজ মোকাররম হোসেন মাহিন।

প্রায় আড়াই বছরে মাদ্রাসার শিক্ষক সহ কমিটির অতি নিবিড় যত্ন ও শাসনে মক্তব বিভাগ হতে শুরু করে হেফজ্ বিভাগ পর্যন্ত কৃতিত্ত্বের সাথে দাওর, শবিনা ও পিএসসি সমাপনী সম্পূর্ণ করে হাফেজ মোকাররম হোসেন মাহিন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ প্রধান মোশাররফ হোসেন ব্যাপারী বলেন, আমার বাবা গনি মেম্বারকে সবাই চিনেন। বাবা আজ আমাদের মাঝে নেই। বাবার পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি, কখনও কেউ কষ্ট পেলে অবশ্যই ক্ষমা করবেন প্লিজ। আমার সংসারজীবনে ২ সন্তানের মধ্যে হাফেজ মাওলানা মুফতী মাজেদুল ইসলামের সাথে মেয়ের বিবাহ দিয়েছি ও ১ ছেলে কোরআনের হাফেজ। আমার জীবনের একটাই ইচ্ছা আল্লাহ্ যদি আমাকে তওফিক দেন তাহলে সকলের সুবিধার্থে একটি মাদ্রাসা তৈরী করবো। সকলে আমার ও আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে দুয়া করবেন, আসসালামুআলাইকুম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লালা। মুফতী মাওলানা হাফেজ খতিবে ইমাম সকলের জন্য মোনাজাতে দুয়া করেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মীর আনিসুজ্জান এর সুস্থ্যতা ও মঙ্গল কামনায় বিশেষ দুয়া। পরিশেষে সকলের জন্য ছিলো দুপুরের খাবার ও মিষ্টি মুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি