ভারতের ত্রিপুরা থেকে পাচার হয়ে আসা প্রায় ১২ হাজার ৬০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন খাগড়াছড়ির রামগড় পৌরসভার সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
জানা গেছে, বিজিবির একটি দল রামগড় পৌরসভার সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় অভিযান চালায়। বিজিবির টহল দলের আগমন টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় সীমান্তবর্তী ফেনীরকুল থেকে ১২ হাজার ৬০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে বিজিবি। জব্দ ইয়াবার মূল্য ৩৭ লাখ ৭৭ হাজার টাকা।
অপরদিকে সীমান্তবর্তী মন্দিরঘাট থেকে ভারতীয় মদের একটি চালান আটক করেন কাশিবাড়ি বিওপির বিজিবি সদস্যরা।
রামগড় ৪৩ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, মাদকবিরোধী চলমান অভিযানে ভারতীয় ইয়াবা ও মদ জব্দ করা হয়েছে। ৪৩ বিজিবির আওতাধীন রামগড়, উত্তর ফটিকছড়ি ও মিরসরাইয়ের ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবি দিনরাত তৎপর। মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সহায়তায় জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।