1. rashidarita21@gmail.com : bastobchitro :
১০৬টি সোনার বারসহ পাচারকারী আটক | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

১০৬টি সোনার বারসহ পাচারকারী আটক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৬টি সোনার বারসহ সাজু আহম্মেদ (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

সোনা পাচারকারী সাজু আহম্মেদ যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ্ব ছিদ্দিকী বেনাপোলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। এক পর্যায়ে ঝিকরগাছা সীমান্তের বংদা এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০৬টি সোনার বার পাওয়া যায়। আটকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে। ১০৬টি সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি