চট্টগ্রাম থেকে নিয়ে আসা ইয়াবার চালান হস্তান্তরের সময় দুজনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৪০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার (১৬ অক্টোবর) দুপুরে কোর্টে সোপর্দ করেছে পুলিশ। তারা হলেন, পৌর শহরের বাহিরচাপরা এলাকার মুকিত মিয়ার ছেলে আবুল খায়ের (৪৬) ও চট্টগ্রামের লোহাগড়া থানার ফারাঙ্গাচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মনির উদ্দিন (২৭)।
জেলা পুলিশের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে শনিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে পৌর শহরের রাজুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে নিয়ে আসা ইয়াবার চালান হস্তান্তরের সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ। আটক মনির উদ্দিনকে তল্লাশি করে সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ থেকে কসটেপ মোড়ানো ১৮টি জিপারে ৩ হাজার ৪০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকারও বেশি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।