1. rashidarita21@gmail.com : bastobchitro :
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শ্রমিক বন্ধু সমাবেশ অনুষ্ঠিত | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শ্রমিক বন্ধু সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী হাসান
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শ্রমিক বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর, ২০২২ শুক্রবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শ্রমিক বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলা বিভাগের প্রভাষক এম এ গাফফার মিঠু।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান। শ্রমিক বন্ধু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন এর সভাপতিত্বে সমাবেশে মূখ্য আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যেক্তা বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রফেসর মো. নূর উদ্দীন আহমেদ ও ইইই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম। শ্রমিক বন্ধু সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক চীফ মার্কেটিং অফিসার রেজাউর রহমান শাহীন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজন মালিথা।

শ্রমিক বন্ধু সমাবেশে কুষ্টিয়া জেলার রংমিস্ত্রী, রাজমিস্ত্রী, টাইলস, স্যানেটারি, গ্লাস মিস্ত্রী ও নির্মান শ্রমিক সহ ৬০ জন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার গবেষক ইমাম মেহেদী। অনুষ্ঠানে সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

বার্তা প্রেরক

ইমাম মেহেদী

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি