1. rashidarita21@gmail.com : bastobchitro :
বগুড়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

বগুড়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

২০০৩ সালের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় শাহজাহান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দেড় যুগ পর চেয়ারম্যান রশিদুল ইসলামসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। এ সময় প্রধান আসামি রশিদুল ইসলামসহ ৮ জন আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে উপস্থিত দণ্ডিত আসামিরা হলেন- বগুড়া সদরের শেখেরকোলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রশিদুল ইসলাম মৃধা, সবুজ আকন্দ, উজ্জ্বল আকন্দ, আব্দুল মান্নান, পিলু খন্দকার, মোখলেছার রহমান মুকুল, আব্দুল হামিদ খোকা আকন্দ এবং জাহেদুর রহমান। একই সাজাপ্রাপ্ত বিপ্লব মিয়া, রাসেল মিয়া ও জুয়েল প্রামাণিক পলাতক আছেন।

 
আসামিরা সবাই সদরের শেখেরকোলার দক্ষিণভাগ এলাকার বাসিন্দা। এছাড়াও রায়ে শাহজাহান আলীকে হত্যার দায়ে ১১ জনকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি।

২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শেখেরকোলা ইউপি নির্বাচনে রশিদুল ইসলামের প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তারের সমর্থক হিসেবে কাজ করেন শাহজাহান আলী। ১১ ফেব্রুয়ারি দলীয় লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় রাস্তায় পেয়ে শাহজাহান আলীকে বিপরীত পক্ষের সমর্থন করায় তিরস্কার করেন রশিদুল।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার মাথায় রড দিয়ে আঘাত করে রশিদুলের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় ১৩ ফেব্রুয়ারি ভোরে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান শাহজাহান আলী। পরে একই দিনে ১১ জনকে আসামি করে নিহতের ভাই মাহমুদুর রহমান সদর থানায় হত্যা মামলা করেন। সে বছর মার্চে ১১ জনকে আসামি করে আদালতে  চার্জশিট দাখিল করে পুলিশ। ১৯ বছর চলমান থাকার পর মামলার রায় দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি