২০০৩ সালের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় শাহজাহান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দেড় যুগ পর চেয়ারম্যান রশিদুল ইসলামসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। এ সময় প্রধান আসামি রশিদুল ইসলামসহ ৮ জন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে উপস্থিত দণ্ডিত আসামিরা হলেন- বগুড়া সদরের শেখেরকোলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রশিদুল ইসলাম মৃধা, সবুজ আকন্দ, উজ্জ্বল আকন্দ, আব্দুল মান্নান, পিলু খন্দকার, মোখলেছার রহমান মুকুল, আব্দুল হামিদ খোকা আকন্দ এবং জাহেদুর রহমান। একই সাজাপ্রাপ্ত বিপ্লব মিয়া, রাসেল মিয়া ও জুয়েল প্রামাণিক পলাতক আছেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার মাথায় রড দিয়ে আঘাত করে রশিদুলের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় ১৩ ফেব্রুয়ারি ভোরে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান শাহজাহান আলী। পরে একই দিনে ১১ জনকে আসামি করে নিহতের ভাই মাহমুদুর রহমান সদর থানায় হত্যা মামলা করেন। সে বছর মার্চে ১১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১৯ বছর চলমান থাকার পর মামলার রায় দিয়েছেন আদালত।