1. rashidarita21@gmail.com : bastobchitro :
অন্য দেশ অস্থিতিশীল হলে বাংলাদেশেও প্রভাব পড়ে: পররাষ্ট্রমন্ত্রী | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

অন্য দেশ অস্থিতিশীল হলে বাংলাদেশেও প্রভাব পড়ে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা হলে দেশে শান্তি টেকসই হবে। বিশ্বের কোনো দেশ অস্থিতিশীল হলে তার প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। তাই দেশের শান্তির জন্য চাই আঞ্চলিক স্থিতিশীলতা।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে নবগঠিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘২০৩০ সালে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা আগামীর লক্ষ্য। কারণ দারিদ্র্য একটি অভিশাপ। আর ২০৪১ সালের ভেতরে দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। তবে একা সরকারের পক্ষে তা সম্ভব নয়। তবে দেশের মানুষ ও প্রকৃতিতে কাজে লাগাতে পারলে কেউ দাবায়া রাখতে পারবে না৷’।সিলেটের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর মো. মাহাবুবর রহমান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহমদ ও পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি