1. rashidarita21@gmail.com : bastobchitro :
হিলি সীমান্তে দুই বাংলার মিলনমেলা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

হিলি সীমান্তে দুই বাংলার মিলনমেলা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের বিজয় দশমীতে বুধবার (৫ অক্টোবর) হিলি সীমান্ত দশনার্থী সমাগমে দুই বাংলার (ভারত ও বাংলাদেশ) মিলনমেলায় পরিণত হয়েছে। এদিন হিলি চেকপোস্ট গেটে সহস্রাধিক দর্শনার্থী চোখে পড়ে।

প্রতিবছর শারদীয় দুর্গা উৎসবের আগমুহূর্তে হিলি সীমান্তের দুই প্রান্তে হাজারো দর্শনার্থীর মিলনমেলা ঘটে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপে দর্শনার্থীরা আসেন হিলি সীমান্তের জিরো পয়েন্টে। অপরদিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসে জিরো পয়েন্টে।

গেল দুই বছর মহামারি করোনার কারণে বন্ধ ছিল এ মিলনমেলা। তবে করোনা স্বাভাবিক হওয়ায় এ বছরই কেবল এমন লোকজনের সমাগম দেখা যায়।

সকাল ১০টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে দেখা যায়,  শত শত দর্শনার্থী এপাশে-ওপাশে দাঁড়িয়ে, কেউ দূর থেকে হাত নেড়ে কথা বলছেন ভারতের আত্মীয়দের সঙ্গে। শব্দ শোনা না গেলেও হাতের ইশারায় কথা বলছেন তারা। আবার অনেকেই প্রিয়জনকে নিয়ে ছবি তুলছেন।

রংপুর থেকে আসা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হয়। তারা বলেন, দুর্গা উৎসবের জন্যই এসেছি। বিভিন্ন প্রতিমা দেখার জন্য সবশেষ জিরো পয়েন্টে এলাম; ভারতের প্রতিমা নাকি জিরো পয়েন্টে এনে দাঁড় করিয়ে রাখে। সে দৃশ্য একনজর দেখার জন্যই দাঁড়িয়ে আছি।

আরেক দর্শনার্থী বলেন, ‘আমার জ্যাঠা, মা-ভাইবোনসহ অন্য আত্মীয়স্বজন ভারতে আছেন। প্রতিবছর ভারতে গিয়ে পূজার আনন্দ করি। তবে গেল দুবছর করোনার কারণে যাওয়া হয়নি। এবার ভেবেছিলাম যাব; কিন্তু ভিসার জন্য আবেদন করেছিলাম পাইনি। তারপরও ছুটে আসছি আত্মীয়কে একনজর দেখার জন্য।

দর্শনার্থীরা বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে দুই বাংলাকে ভাগ করে দিলেও আমাদের মনকে তো আর ভাগ করা যায়নি। আগে তো দুই বাংলা একই ছিল। তাই ভালোবাসার টানে, প্রাণের টানে, নাড়ির টানে তারা ছুটে এসেছেন সীমান্তের জিরো পয়েন্টে। এ ছাড়াও তাদের অনেক আত্মীয়স্বজন রয়েছেন ভারতে। করোনার কারণে দীর্ঘদিন পর সীমান্তে ওই স্বজনদের দেখা হয়েছে। কাঁটাতারের ফাঁক দিয়ে দূর থেকে আত্মীয়স্বজনকে দেখছেন দর্শনার্থীরা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, ‘শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া অনেক আত্মীয়স্বজন আসছে যাত্রীদের সঙ্গে। যদিও এখানে প্রথম আমার ইমিগ্রেশনে চাকরি। তার পরও বেশ ভালো লাগছে।’

তিনি বলেন, ‘দুদিন থেকে লক্ষ করছি রেললাইনের দুপাশে অনেক দর্শনার্থী দাঁড়িয়ে থেকে দূর থেকে আত্মীয়দের সঙ্গে কথা বলেন। এমন দৃশ্য নিজেকে খুব মুগ্ধ করে। দেখে মনে হয়, জিরো পয়েন্টের এপাশ-ওপাশ মিলনমেলায় পরিণত হয়েছে। হাজারো দর্শনার্থীতে মুখরিত দুপাশ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি