1. rashidarita21@gmail.com : bastobchitro :
দুর্গাপূজায় আলোকজ্জ্বল ব‌রিশাল নগরী | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

দুর্গাপূজায় আলোকজ্জ্বল ব‌রিশাল নগরী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২

সনাতন ধর্মাবলম্বী‌দের সব থে‌কে বড় শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে নিরাপত্তায় কোন কম‌তি রাখ‌ছে না ব‌রিশাল পু‌লিশ। ষষ্ঠীর দিন অর্থাৎ আগামী রোববার (২ অক্টোবর) থে‌কেই পূজা মণ্ডপ ঘি‌রে থাক‌বে কড়া নিরাপত্তা ব‌্যবস্থা। এ‌‌ দিকে শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে আলোকজ্জ্বল হ‌য়ে উঠেছে পু‌রো নগরী। মণ্ডপগু‌লোর ভিতর ও সাম‌নের সড়ক সাজা‌নো হ‌য়ে‌ছে বাহারী র‌ঙের আলো দি‌য়ে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রা‌তে ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন পূজা মণ্ডপ ঘু‌রে বাহারী রঙের আলোকসজ্জা দেখা গে‌ছে। আধু‌নিক নানা বৈদ‌্যু‌তিক বা‌তি দি‌য়ে সাজা‌নো হ‌য়ে‌ছে বড় বড় মঠ এবং ম‌ন্দি‌রের পুকু‌রের ম‌ধ্যে বৈদ‌্যু‌তিক বা‌তি দি‌য়ে তৈরি করা হ‌য়ে‌ছে পায়রা সেতু। এই আলোকসজ্জায় ঝলম‌লে হ‌য়ে উঠেছে ব‌রিশাল নগরী।

নগরীর সর্ববৃহৎ পূজা মণ্ডপ শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির সহ সাধারণ সম্পাদক সবুজ দাস ব‌লেন, ক‌রোনার প্রকোপ কা‌টি‌য়ে অনেকটাই স্বাভা‌বিক অবস্থায় ফি‌রে‌ছি আমরা। তাই এ বছর বড় করে পূজা উদযাপ‌নের উদ্যোগ নি‌য়ে‌ছি। আধু‌নিক লাইট দি‌য়ে মূল ম‌ন্দির সাজা‌নো হ‌য়ে‌ছে। এ ছাড়া ম‌ন্দি‌রের ম‌ধ্যে ও বাইরের প্রায় আধা কি‌লো‌মিটার সড়কে আলোকজ্জা করা হ‌য়ে‌ছে। পুকু‌রের ম‌ধ্যে টিউবলাইট দি‌য়ে তৈরি করা হ‌য়ে‌ছে পায়রা সেতু। পাশাপা‌শি এলইডি লাইট দি‌য়ে তৈরি করা হ‌য়ে‌ছে দুটি বিশাল তোরণ।

নগরী‌তে পূজা উপল‌ক্ষে আলোকসজ্জ্বা দেখ‌তে বের হওয়া অনামিকা দাস ব‌লেন, দুর্গাপূজা এলে পু‌রো নগরীর সড়ক আলোতে ঝলমল ক‌রে ওঠে। আর সেই ঝলমলে নগরী দেখ‌তেই প‌রিবার নি‌য়ে বের হ‌য়ে‌ছি। ৬‌টি পূজা মণ্ডপের আলোকসজ্জা ঘু‌রে দে‌খে‌ছি ‌রিকশায় চড়ে। নতুন বাজার, অষ্ট‌কোনা মঠ, জগন্নাথ ম‌ন্দির, শংকর মঠ, কাটপ‌ট্রি চার্চওয়ার্ড ও পাষাণময়ী কা‌লিমাতার মন্দিরে ঘু‌রে‌ছি।ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ বিভা‌গের অতিরিক্ত উপ-ক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, বন্দর ও কোতয়ালী ম‌ডেল থানা এলাকা মি‌লি‌য়ে অধিকগুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ র‌য়ে‌ছে ১১‌টি। সেই পূজা মণ্ডপগু‌লো‌তে ৫ জন ক‌রে স্থায়ী পু‌লিশ থাক‌বে, পাশাপা‌শি পু‌লিশ সদস‌্যদের সহায়তা কর‌বে আনসার সদস্যরাও।

তি‌নি ব‌লেন, মহানগ‌রের সকল পূজা মণ্ডপেই ভ্রাম্যমাণ টিম থাক‌বে। পাশাপা‌শি সাদা পোষাকধারী পু‌লিশ সদস‌্যরা দা‌য়িত্ব পালন কর‌বেন।

ব‌রিশাল জেলার পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলাম ব‌লেন, ব‌রিশাল জেলা পু‌লি‌শের থানাগু‌লোর আওতায় ৫৩২‌টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা নি‌র্বিঘ্ন কর‌তে এসব মণ্ডপগু‌লোর ম‌ধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ বি‌বেচনায় স্থায়ীভা‌বে মোট ৬০০ পু‌লিশ সদস‌্য দা‌য়িত্ব পালন কর‌বে। কেউ য‌দি পূজা মণ্ডপে অরাজকতা করার চেষ্টা ক‌রে তাহ‌লে তা ক‌ঠোর হা‌তে দমন করা হ‌বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি