1. rashidarita21@gmail.com : bastobchitro :
বিদেশিদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরুন: প্রধানমন্ত্রী | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিদেশিদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরুন: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২

দেশের বর্তমান উন্নয়নের চিত্র তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতে বিএনপিবিরোধী রাজনৈতিকদের ওপর যে অত্যাচার চালিয়েছে, তা বিদেশিদের জানাতে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রিটজ কার্লটনে শেখ হাসিনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা সাক্ষাৎ করেন।

এসময়, তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশে বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ গতি ধরে রাখতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভোটের অধিকার ফিরে পেলেও অতীতে বিএনপি তা হরণ করেছিল। তবে বর্তমানে দেশে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে জানিয়ে প্রবাসে থাকা ব্যবসায়ী-উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান বঙ্গবন্ধুকন্যা।বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সংক্ষিপ্তভাবে তার সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য গত ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে অবস্থান করার পর শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে যান। নিউইর্য়কে ইউএনজিএ’র ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর শেখ হাসিনা বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি