1. rashidarita21@gmail.com : bastobchitro :
বাগেরহাটে প্রতিবন্ধী নারীকে মারধর, বিক্ষোভ | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

বাগেরহাটে প্রতিবন্ধী নারীকে মারধর, বিক্ষোভ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বাগেরহাটের রামপালে প্রতিবন্ধী লাকি বেগম ও তার ছেলে মো. সজীবকে (২২) মারধরের ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রামপাল উপজেলার বাসতলি ইউনিয়নের গিলাতলা বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রামপালের বাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমান, মল্লিক মহিদুল ইসলাম, শেখ সরোয়ার হোসেন, কবির হোসেন, আনোয়ার হোসেন, বুলু হাওলাদার, ইমরান হোসেন, নারী ইউপি সদস্য সায়েরা বেগম, নাজমা আরিফ, আহত লাকি বেগম প্রমুখ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।

বক্তারা বলেন, লাকি একজন হতদরিদ্র নিরীহ প্রতিবন্ধী মানুষ। তিন বছর আগে জমি ক্রয়ের জন্য গিলাতলা এলাকার হায়দার মল্লিককে ৫০ হাজার টাকা প্রদান করেন লাকি বেগম। কিন্তু জমি না দিয়ে টাকা নিয়ে ঘোরাতে থাকেন হায়দার। তাই জমি না পেয়ে গত রোববার (১৮ সেপ্টেম্বর) টাকা চাইতে গেলে হায়দার মল্লিক ও তার লোকজন লাকি বেগম ও তার ছেলে মো. সজীবকে বেধড়ক মারধর করেন। ঘটনার তিনদিন পার হয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। উল্টো লাকি ও তার ছেলের নামে মামলা দায়েরের হুমকি দিচ্ছে হামলাকারীরা। তাই অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

প্রসঙ্গত, লাকি বেগমের ছেলে মো. সজীব গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি