রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (৪০)।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী বাবুল মণ্ডল জানান, সকাল ১০টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মহাখালী রেলগেট ক্রসিং পার হয়ে যাওয়ার পর রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আশপাশের কেউ ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তার পরনে রয়েছে লুঙ্গি ও কোমরে গামছা বাঁধা ছিল।