জ্বালানি তেল ,সার, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাও এর শ্লোগান নিয়ে সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে।
১৯ সেপ্টেম্বর সোমবার সকাল দশটা হতে দিন ব্যাপী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম এর সভাপতিত্বে আব্দূল আলিম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে – প্রধান অতিথির আসন অলংকৃত করেন, প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি শিরিন আক্তার ,আফরোজা হক বিনা ,শফিউদ্দিন মোল্লা, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহ আল কাইয়ুম, ওবায়দুল রহমান চুন্নু, মোঃ খালিদ হোসেন, সাইফুজ্জামান বাদশা, মোহাম্মদ আব্দুল্লাহ ,মোহাম্মদ আলী ,শরিফুল কবির স্বপন,শেখ ওবায়দুল সুলতান বাবলু, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন ও খুলনা বিভাগের দশটি জেলার প্রতিনিধিদল – তেল, সার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে বলিষ্ঠ বক্তব্য রাখেন।
নিত্য পণ্যের দাম কমানো সহ -মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংঘটিত করো,বৈষম্যের অবসান করো, সু সুশাসন ও সমাজতন্ত্রের পথে চলো এই স্লোগান নিয়ে-১০ টি জেলার প্রতিনিধিও কর্মীবৃন্দ ছুটে আসেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন এ প্রতিনিধি সভা সম্পন্ন হয়।