1. rashidarita21@gmail.com : bastobchitro :
৫৭ জেলা পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন, আজই ফল ঘোষণা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

৫৭ জেলা পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন, আজই ফল ঘোষণা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে দুপুর ২টা পর্যন্ত। সব কেন্দ্রের ভোটগণনা শেষে আজই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এদিকে সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেন তারা। তবে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির হার বাড়ে।


এদিকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন (ইসি)। কমিশন থেকে সরাসরি মনিটরিংয়ে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে ১ হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

ইসি জানিয়েছে, জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ নারী সদস্য এবং ৬৫ সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে।

ভোলা ও ফেনী জেলার সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এ দুই জেলায় কোনো নির্বাচনের প্রয়োজন হয়নি।

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ২৩ আগস্ট। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে এ তফসিল ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি