কিশোরগঞ্জের ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর হাইস্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক কারবারি হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মধ্যপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে রকিবুল্লাহ ও একই এলাকার আবুল ফায়েজ মিয়ার ছেলে কেফাতুল্লাহ।
তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা করেছে।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি পিকআপ ঢাকার দিকে যাওয়ার খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ন্যাটালের মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। সকাল ৮টার দিকে চেকপোস্টে থামার নির্দেশ দিলে তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে পিকআপটি। পরে ধাওয়া করে শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর হাইস্কুলের সামনে গিয়ে পিকআপটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ রকিবুল্লাহ ও কেফাতুল্লাহকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।