1. rashidarita21@gmail.com : bastobchitro :
১ রানে নেই ২ উইকেট, চাপে বাংলাদেশ | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

১ রানে নেই ২ উইকেট, চাপে বাংলাদেশ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

দক্ষিণ আফ্রিকার দেয়া ২০৬ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ল বাংলাদেশ। বিনা উইকেটে ২৬ রান থেকে দলীয় ২৭ রানের মাথায় দুই দুটি উইকেট হারিয়ে ফেলেছে টিম টাইগার্স। অর্থাৎ এক রানের ব্যবধানে ফিরে গেছেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার।

যদিও টার্গেট তাড়ায় শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কাগিসো রাবাদার করা প্রথম ওভারেই চড়াও হন টাইগার দুই ওপেনার। সৌম্য সরকারের দুই ছক্কার পর চার মেরে হাত খোলেন শান্ত। রাবাদা এক ওভারেই দেন ১৭ রান। মনে হচ্ছিল যেন প্রোটিয়া ব্যাটারদের ‘ইটের বদলে পাটকেল ছুড়ছেন’ টাইগার ব্যাটাররা।

তবে মোমেন্টাম বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ওপেনাররা। ইনিংসের তৃতীয় ওভারে এনরিখ নর্কিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ৬ বলে ১৫ রান করে ফিরে গেছেন সৌম্য। টাইগার এ ব্যাটারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে বাংলাদেশও। দলীয় ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর ২৭ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন।

নর্কিয়ার গতির কাছে পরাস্ত হলেন শান্ত। আড়াআড়ি মারতে গিয়ে উড়ে গেল স্টাম্প। ৪ বল ও ১ রানের মাথায় ফিরলেন দুই ওপেনার। সাজঘরে ফেরার আগে নাজমুল হোসেন শান্ত করেছেন ৯ বলে ৯ রান।

বিস্তারিত আসছে..

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি