দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে সম্ভব নয়। ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও খালেদা জিয়ার মুক্তিসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সারা দেশের সব বিভাগের মতো রংপুরের দলীয় কার্যালয় সামনে দলীয় গণসমাবেশ করছি।
গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যখন গণতন্ত্রের ডাক আসে তখনি সরকার আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে যায়। অবিলম্বে আমাদের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ও জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু। সমাবেশে অংশ নেন রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা দলের নেতাকর্মী ও সমর্থকরা।
এ জাতীয় আরো খবর..